ভালোলাগার রেণু
ইনানীর কোলে,
একাদশী পূর্ণিমায় মধ্যরাত
ঝিমুচ্ছে পৃথিবী
চাঁদের সঙ্গে সাগর জেগে।
নোনাগর্জনে ফেনিল ঢেউ
ফুরফুরে ভারী বাতাসে রেণু ওড়ে
ভালো লাগার, ভালোবাসার।
তোমার হাতটি ধরি?
পাপ হবে না নিশ্চয়!
ডাল-ভাতের গন্ধ
ডাল রাঁধার ঘ্রাণ আসে বাতাসে
লোভনীয় হয়ে
গ্রামের মেয়ে রাঁধে ওই কুটিরে।
তার কাছে যাও
এবং ভাত আর ডালের গন্ধ
শুকে নিয়ে এসো
তারপরে এসো আমার কাছে
ঐশ্বর্য নিয়ে যাও।
নারী
উত্তপ্ত দুপুরে নারী পান্না ঢেউ
আমাদের চোখ দেখে
শুধুই রক্তমাংস।
অথচ নারী ফেরেন দৃঢ়ভাবেই
প্রতিটি পদক্ষেপে।
সভ্যতার প্রতি ইঞ্চিতে নারী
আমি মনের মধ্যে ঢুকে যেতে চাই
মনের পাপ নেই, আফসোস থাকে না।