আগুন লাগিয়ে দেবো, কতবার মনে মনে ভাবি
প্রতিটি তন্তুর গায়ে লেগে থাকা ঘৃণা
হিংসা-দ্বেষ আর গোপন অপ্রেম…
জ্বলে পুড়ে খাক হয়ে যাক
কবেই গিয়েছে মরে, টের পাই, টের পাই তবু
শবের গলিত দেহে রোজ লেপি অগুরু-চন্দন
অধরোষ্ঠে ফুঃ দিই, যদি কাটে শীতলতা, যদি বেঁচে ওঠে…
জীবনে মায়ার চেয়ে অদাহ্য কিবা আর আছে!
ছাই-গন্ধ চারিদিকে…আমি তাও পারি না পোড়াতে।