জীবনের মাঝ রাস্তায় এসে দেখা হল স্বপ্নের সাথে
পক্বকেশ, চওড়া হাসি, উষ্ণ-হৃদয় ।
হাত বাড়িয়ে বলেছিল,
‘আয় আয়
তোকে নিয়ে যাবো সেই গাঁয়ে ,
যেখানে ভালোবাসা দাঁড়িয়ে থাকে অন্তহীন উষ্ণতা নিয়ে।’
আ…হা …
তারপর,
দিন-ক্ষণ চলতে থাকে,
কালের চক্র পথে।
দাঁড়িয়ে থাকি!
স্বপ্নালু আবেশে
স্বপ্নময় উজানতলির গাঁয়ে ।
অনন্ত স্বপ্নের …
পক্বকেশ, চওড়া হাসি, উষ্ণ হৃদয়…
স্বপ্ন কি প্রতিশ্রুতি?
না কি প্রতিশ্রুতির মতো স্বপ্ন?