এইটুকুই যে ভালোবাসতে পারি
ঘুরিয়ে ফিরিয়ে কত কথাই তো হলো,
হঠাৎ যদি ও চোখে রাখি চোখ;
শব্দ খুঁজি, বলবো ভালোবাসি,
ঝরছে দ্যাখো বুড়ো শহরের শোক।
অসময়েই বৃষ্টি নামে বুকে,
ডুবছে দ্বিধা করুণ বাঁশির সুরে;
সর্বনাশী রাই বোঝে না কিছুই,
ভীষণভাবে ছুঁয়েছে পরস্পরে।
ঠোঁটের আলো ছুঁয়ে দিলেই ঠোঁট,
শূন্যে ভাসে সোহাগ স্ফটিক স্বর;
মাখছি গায়ে নীলের বিপন্নতা,
তোমার পথেই এখন আমার ঘর।
মেঘের মতো ভিজবো না আর একা,
কলম ধরি, লিখবো পদ্য সারি;
ডায়েরি জুড়ে কাটাকুটি আদর,
এইটুকুই যে প্রেম করতে পারি।
১ Comment
খুব ভালো লাগলো দীপশিখা চক্রবর্তীর “ এইটুকুই যে ভালোবাসতে পারি ” শিরোনামের কবিতাটি।