সাময়িক যুদ্ধ বিরতি
আপাতত নিভে গেছে নখের বারুদ,
ছাই এখন পাথর
পক্ষ বিপক্ষের ঠোঁট ক্লান্ত, ঘুমের জগতে অন্ধকার।
হাতগুলো ছায়ার সাথে আটকে রয়েছে
যুদ্ধহীন শবের পুতুল।
গাছের শাখায় রাত নিজেকে দীর্ঘ করে,
রাস্তায় ট্রাফিক পুলিশ, লাল আলোর সাথে তাশ খেলছে
দূরে বটের ঝুরিতে বিটোফেনের বেহালা দুলছে একা একা,
আরো দূরে কোনো মালগাড়ি স্টেশনে থামছেনা,
এরোপ্লেনের ডানায় শিশির পড়ছে,
আজ আকাশ নির্জনতার পাঠ নিচ্ছে
একটা সাপ কামানের গহ্বরে ঢুকে গেলো
চরাচর জুড়ে ঘুম।
আজ সাময়িক যুদ্ধ বিরতি।