একটি নীল কবিতা
নীলচে শহরের অবুঝ ব্যস্ততায়
তুমি যখন ভালোবাসা দেখো,
আমি দেখি চার আনা নিশি
এক হওয়া দুইকে দুই করা এক
সহজে পিছু ছাড়ে না
তবুও তোমার চোখে
গাঢ় অনুরোধ মেপে
আমি দেখি ষোল আনার স্বপ্ন।
নীলচে শহরের অবুঝ ব্যস্ততায়
তুমি যখন ক্লান্তি দেখো
আমি তখন কেবলি প্রাণবন্ত
ইচ্ছে যখন পথ চেয়ে বসে
খেদ হয়ে ঝরে অবশেষে
তবুও বিষাদ আলস্যে হেসে
আমি ভাসি আগামীর তৃপ্তিতে।
নীলচে শহরের অবুঝ ব্যস্ততায়
তুমি যখন জন্ম দেখো
আমি দেখি ভাগ্যের মৃত্যু
জন্ম যখন কল্পনা থেকে
আমৃত্যু তার অগণিত বয়সে
মৃত্যু তখন অকস্মাৎ হয়ে
অগোচরে পেরিয়ে যাওয়া যৌবন
তবুও এক জীবন্মৃত
ভাগশেষ হয় সময়ের অপেক্ষায়।