(জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি)
এই বাংলার মাটির বুকে
ঘুমিয়ে আছে
বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু তুমি
বজ্র কণ্ঠের বলে
স্বাধীনতার প্রদীপ দিয়েছ জ্বালি।
টুংগী পাড়ায় জন্ম যার
বাঙালির পরানের ধন
শৌর্যে বীর্যে হয়ে আগুয়ান
নিলো যে কাঁড়ি বাঙালির মন
সোনার বাংলা গড়ার তরে
দিল যে বুকের রক্ত ঢালি।।
স্বাধীকার আদায়ে সারাটি জীবন
ছিলো আপসহীন
মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে সেদিন
হয়নি মুখটা মলিন।
জয় বাংলা বলে
হৃদয়ে লাল সবুজের পতাকা তুলে
ভয়কে করেছ ফালিফালি।