বঙ্গসন্তান
সাগরপারের স্বপ্নপুরীতে তোমাকে রেখে এলাম
ম্যাপলের পাতা ঝরে গেলে পরিযায়ী পাখির মতো
ছায়াপথ ধরে তুমি আবার ফিরে এসো চিরায়ত বাংলায়
যেখানে ঝিঁঝিঁ পোকার গানে নদীর ঢেউয়ের সাথে
জোৎস্না ও প্রজাপতি খেলা করে
রক্তভেজা মাটির বুকে করবী ও কাশফুল ফোটে
এখনও যেখানে ঈশাণ কোনে কালো মেঘ জমলে
কালবৈশাখীর প্রবল তাণ্ডব শুরু হয়
সেই ঝড়ে যদি পাখিদের ঘর ভেঙ্গে যায়
ছায়াবীথিতলের নীড়হারা পক্ষীশিশুদের তুমি
পরম মমতায় কোলে তুলে নিও
উদগ্র বজ্র যদি মাঝিদের কণ্ঠ থেকে গান কেড়ে নেয়
সেই হারানো সুর তুমি কণ্ঠে তুলে নিও
গ্রহণদানব যদি সূর্যের সব আলো গিলে খায়
পৃথিবীর সব রং যদি পাণ্ডুর হয়ে যায়
দুর্দম মাল্লারা যদি তিমিরে তীর খুঁজে না পায়
ভাঙ্গনের চাঙ্গড় কামড়ে পড়ে থাকো
তবু হাল ছেড়ো না
পাঁজরে বজ্র চেপে বুক চিতিয়ে দাঁড়াবে দিগন্তময়
নির্জন অন্ধকারে সাম্যের সূর্যালোক বেয়ে
উঠে আসবে তুমি হিমালয় প্রতিজ্ঞায়
লাল-সবুজের চিরসত্য পতাকা করতলে
আঁকড়ে ধরে অসত্যের ব্যুহ বিদীর্ণ করে
মৃত্তিকাগর্ভ থেকে তুলে আনবে মৃত্যুঞ্জয় উত্তরাধিকার
তুমি হবে সেই পরমারাধ্য বঙ্গসন্তান।