নীলবেদনা
০১.
নীল রঙ আমার পছন্দ
কিন্তু, নীল কোথাও পাওয়া যাচ্ছে না
রাতেও না, দিনেও না।
বন্ধুর বাঁকে নীল পেলাম অবশেষে।
০২.
কফিতেই আমার আনন্দ
কাপে মিশে আছে তোমার গন্ধ
মিশে আছে নীলও।
০৩.
নীল-নীল গন্ধ, বিকট
চিরকাল লেলিয়ে দিয়েছে কেউ
পারি না এড়াতে।
তারার ঘাট
গহীন রাতে ফেনা-ধোওয়া আঁচলে
বসে বসে নক্ষত্রের গান শুনছি।
বুধ থেকে নেপচুন পথে
প্রক্সিমা সেন্টেরাই থেকে দূরবর্তী নক্ষত্র পথে
আরও নিস্তব্ধতা খুঁজি
আরও একাকিত্ব চাই
এ একাকিত্ব মরে না—সৃষ্টি করে
এ নিস্তব্ধতা মিশে যায় না—উজ্জ্বলতা বাড়ায়।
নীলসাগরে ভেসে বেড়ায় চাঁদের কণ্ঠ
শিশিরে মাখে সুর
আলো ছড়ায় সপ্তর্ষিমণ্ডল
মিল্কিওয়ে মিটিমিটি ডাকে।
হঠাৎই তারার এ-ঘাটে উড়ে এলে তুমি।
একটি দুপুর, একটি যৌবন
জানালায় দাঁড়িয়ে পৃথিবীর দিকে তাকালাম
চারিদিকে রঙের খেলা
গোলাপি সবুজ নীল কালো সাদা…
মাথার উপর নীল আকাশ
সবুজের আস্তরণ নিচে।
গমখেতের বাদামি সৌন্দর্য
বসন্তে কচিপাতাদের সংসার পত্তন
কৃষকের লাঙলের নিচে কালো মাটি
স্নিগ্ধ ফিরোজা পানি
লাল সাদা নীল বর্ণিল, আরও রঙে
পাখি ফলমূল বৃক্ষসারি ঝোপঝাড়
ঝুলে মাটিতে আকাশে।
দেখতে দেখতে শেষ হয় প্রমত্ত দুপুর
গোধূলির শুরু
অন্ধকার নামবে একটু পরেই
তামাটে থেকে রক্তবর্ণ সূর্য
শৌর্যবীরত্ব দুপুরের পর বিকেল পেরিয়ে
চারিদিকে তামাটে পরিবেশ।
এক দুপুরই তো কত রঙে!
জীবনের রঙও তো বর্ণিল
যৌবনের রঙও তো বর্ণিল।
১ Comment
Nice post. I learn something new and challenging on websites I stumbleupon every day. It will always be useful to read through articles from other writers and use a little something from other websites.