অথচ নারীবাদী
হওয়ার কথা ছিল
পরিস্থিতিতে সস্তায় শরীর বেঁচে দেওয়া শিউলিদের,
সংসার কাঁধে মধ্যরাতে বাড়ি ফেরা গার্মেন্টস কর্মীর।
বৃদ্ধাশ্রমে মৃত্যুর প্রহরগোনা বৃদ্ধা মায়ের,
প্রেমিককে সর্বস্ব বিলিয়ে দেওয়া প্রতারিত প্রেমিকার।
হাতে বালা, কপালে টিপ, পেটদেখানো শাড়িপরাকে
তোমরা নারীবাদের প্রতীক ভাবো।
অথচ প্রতীক হওয়ার কথা ছিল;
ঘামে বিবর্ণ ঐ শরীর, নরপশুর চিরে খাওয়া শিউলিদের
শরীরের দাগ!
অবহেলিত বৃদ্ধা মায়ের শরীরের ঐ বয়সের ভাজ।
শোনো; তোমাদের তথাকথিত নারীবাদের কথা না শুনে
নারায়ণগঞ্জের টানপাড়ার বেশ্যার ঘরে প্রেম কেনার বায়নাতে,
তার আক্ষেপ শোনা ঢের ভালো।
১ Comment
ভয়ংকর সুন্দর কবিতা ‘অথচ নারীবাদী’—প্রতিবাদ ও পরিহাস মিলেমিশে অনন্যসুন্দর সৃষ্টি।