ওমা ঘাম বুঝি জমে জমে রক্ত
মাঝে মাঝে মজে যাই প্রেমে
সঙ সেজে আয়নায় আপন মুখ
মুখোশ যেন,
তবু ঘ্রাণ অমাবস্যার
মিলন বলিহারি ,
কারা খিল দিয়ে ঘুমিয়ে
জাগে না প্রভাতে,
হঠাৎ চোখের পাতা কেঁপে ওঠে
দুহাতে সরাতে গিয়ে দেখি জল
তারপর আঁচল দিয়ে মুছতে থাকি অনবরত
ওমা ঘাম বুঝি জমে জমে রক্ত!
জ্বালা বাড়তেই থাকে
দেখি তো পিঁপড়ে কি না?
কিছু খুঁজে পেলাম না
পরের অমাবস্যায় দেখলাম
আমার চোখের পাতা ফুলে ঢোল,
ফাঁদ পেতেছে কেউ
বিশ্বাস করুন,
আমি সেদিন স্পষ্ট বুঝলাম
সন্তর্পণে ঘাপটি মেরে যে আমার চোখের পাতায়
ঘাঁটি গেড়েছিল
সে আস্ত দানব এক।
এখন আমি সাবধানে থাকতে চাই,
যেন কোন জল্লদের বাচ্ছা
আমার পায়ের তলাতেও আশ্রয় নিতে না পারে।
এবার ওদের পিঠে লিখে দিতে চাই
বেইমান চারশো বিশ।
বাম-রামএকদিন তুই বামে ছিলি
আজকে এখন রামে,
দুধের স্বাদ ঘোলে এখন
মেটাস সবাই জানে,
একদিন ভাই ব্রিগেড ভরে
বামের রক্ত চেটে,
সুযোগ বুঝে পরলি কেটে
প্রতিশ্রুতির বানে,
এই দেশে তো রাম ছিল
ছিল বনের মনে,
তোদের হাতে
ত্রিশূল দেখে
যাচ্ছে রাবন রেগে,
অনেক আগেই বনের মনে
বেঁচে ছিল রাম,
শান্তির জল ছিটিয়েও
করেছে ভুল বাম,
বামে এখন থাকবি নাকো
নয় তো অন্য খানে,
ইনকিলাব
ভুলে এখন
জয় শ্রী রামে!