বিরানভূমি
শহর, শহর আজব শহর,
খুন,ধর্ষণ আর রাহাজানির শহর!
নিত্য দিনের দূর্ঘটনার শহর
বাড়ছে
অস্বাভাবিক- মৃত্যুর মিছিলের বহর!
শহর শহর আজব শহর।
এই আমাদের চেনা শহর
পুণ্ড্র নগরীর বগুড়া শহর।
যানজটে নাকাল মানব সমাজ
মনে হয় যেনো পড়ছে কহর!
শহর শহর আজব শহর।
রাজনীতি আর সমাজনীতির
মস্ত বড় ব্যস্ত শহর!
ধান্দাবাজী আর ফন্দিফিকির
লুটেরা সব করছে জিকির!
কেমন করে বাড়বে চাঁদা
করছে যে তার বন্ধুজিগির?
নিত্য আসে মিথ্যা হাসে
চোখের আড়ালে মানুষ ফাঁসে?
হোটেল বোডিং নগ্ন শরীর
বসছে তারা উটকো ফকির,
এই শহরের মাফিয়ারা
শেল্টার তাদের গোপন বহর।
শহর, শহর আজব শহর।
পাওয়া না পাওয়া!
সুন্দর মনের নারী
পায় না ভালো মন,
সেই বিরহে নারী
গোপনে কাঁদে নিরঞ্জন।
হৃদয়ধারী নারী পায়
ভুল পুরুষের সাক্ষাৎ,
সেখানে তার সারাজীবন
কেঁদে কেঁদে কুপোকাত।
এমনি করেই জীবন্ত মরণ,
নারী তার হৃদয়টাকে করে সংবরণ।
পুরুষ
উদার মনের পুরুষ মানুষ
বাহিরে চলে ভালো, ঘরে
গেলে সে হয় বেহুশ!
সুন্দর মনের পুরুষ
পায় বেহুদা নারী,
এ কথাটি ভেবে
বলে পুরুষ আমার ছিল
কি কোনো আড়ি?
ভুল নারীর পাল্লায় পড়ে
জীবনটা লাগে ভারী।
অবশেষে সান্নিধ্য পেল যখন দুটি হৃদয়
তখন আর হয়না যেন কোনমতে
মন বিনিময়।
এভাবেই কত জনের জীবনকাল
অতিবাহিত হয়।
ছলনা
প্রেমের বাজার ভালো না,
নারী-পুরুষ এখন
সবাই করে ছলনা,
লোভ আর লাভের আশায়
মিছে মায়া ভালবাসায়
ঘটছে নিত্য যন্ত্রণা।
বঙ্গ কুলের ললনা,
করে কত বাহানা।
শেষমেষ বাজীতে,
নয়কো বিয়ের পিড়িতে
ভাঙে প্রেম নিত্য হাটের হাড়িতে।