তার চোখে আমি ভীতু…
হ্যা,
আমি সত্যিই ভীতু,
আমার ভয় শুধু তাকে হারাবার,
আমার ভয় ওই মিষ্টি কন্ঠ না শোনার,
আমার ভয় তার চাঁদ মুখ না দেখার।
আমি ভালোবাসি,জানি সে আমার,
কিন্তু যদি সেদিন আসে সে নয়কো আমার,
কিংবা তখন তার ওপর অন্য কারও অধিকার।
হয়তো তার চাঁদমুখ দেখতে থাকবে অনুমতির ব্যাপার।
আমি সত্যিই ভীতু,
আমি ভয় পাই শুধু তাকে হারাবার।
আমি চাই না সেই জীবন,
যেই জীবনে থাকবে না তার নাম।
আমি চাই না সেই দৃষ্টি,
যা দেখবে না তার মিষ্টি মধুর হাসিটা।
আমি চাইনা সেই কাব্যগ্রন্থ,
যেখানে থাকবে না তার কবিতা।
আমি সত্যিই ভীতু,
শুধু তাকে হারাবার।
১ Comment
অনবদ্য কবি!