আবার হয়তো ভাসবো আমি
ভরা যৌবনের স্রোতে,
আবার হয়তো ভাসবে নৌকা
বাদাম্ উড়তে উড়তে।
আবার হয়তো আমার বুকে
মাঝিরা গাইবে গান ,
আবার হয়তো আমার দুপাড়ে
পাঁকবে সোনালি ধান।
আবার হয়তো গঞ্জের মানুষ
নৌকায় ভীরবে ঘাটে,
আবার হয়তো কৃষকের পাট
ধুঁয়বে বাঁকে বাঁকে।
আবার হয়তো আমার ঢেউয়ে
ফেনা জমিবে তীরে,
আবার হয়তো ছেলেমেয়েরা
দেখবে প্রভাত ভিড়ে।
চৌচির আমি তৃষ্ণার্ত আমি
ভেঙেছে মনের বল,
দু’চার ফোঁটা বৃষ্টির পানিকে
বলোনা নদীর জল।
আশায় আশায় বাঁধিবে বাসা
নদী পাড়ের মানুষ,
অকুল গাঙের ভয়াবহ স্রোতে
হইবে সবাই বেহুশ!
শুকনো আমি-মরাও আমি
করছ কেন হেলা?
আমার বুকেও বইবে একদিন
হাজার নৌকা ভেলা।