সম্পর্ক
মৃত্যুর চেয়ে অধিক শূন্যতা তোমার সাহচর্যে;
সমঝোতার নামে কী সম্পর্ক গড়তে চেয়েছিলে তুমি,
কেই বা জানে!
সাঁতার
পুড়তে থাকো- পুড়ে পুড়ে খাক হও,
একবার নিভে গেলেই জানবে, কারো হৃদয়ে তুমি আর প্রেম নও।
ডুবতে থাকো- ডুবে ডুবে পাতাল হও,
ভেসে উঠে মাটিতে পা ছোঁয়ালেই জানব, তুমি আর আমার নও।
প্রাক্তন
কিছুই নয় মূল্যহীন এই জীবনে, আমি জানি।
খেলা শেষে পড়ে থাকে শূন্য মাঠ, বিরান ভূমি,
তবু সেও তো রেখে যায় সুখ-কম্পন ধ্বনি, সমস্বরের বিভ্রম;
বর্তমানের চেয়েও মহার্ঘ তোমার স্মৃতি, সে আমিও মানি।
শরীর
তোমাকে পেতে চাওয়ার
কারণ ছিল একাধিক,
তোমাকে ছাড়তে চাওয়ার
কারণ শুধু একটাই।
বিপরীতে আকর্ষণ
তুমি শান্ত জলের দীঘি বলেই
তোমার প্রতি আমার এমন বেশিবেশি ঝোঁক।
আমার আগুন-স্বভাব জিরুতে চায়,
চায় যে পেতে তোমার শীতল ধারার খোঁজ।
ভ্রমর
কোন আঘাতে হাসতে পারি,
কোন আদরে ব্যাকুল কাঁদি,
তোমার মতো আর কে এমন
নিপুন হাতে ভাঙতে পারে
সর্বনাশের অমোঘ চাবি!
নূর-ই-মহব্বত
চাঁদের গায়ে কলঙ্ক আছে,
কালিমা লাগে না তবুও চাঁদে।
প্রেম করিলে নিন্দা জোটে,
এই তো নিয়ম ভবের হাটে!
ভুলে যেও নাম
তোমার জন্য বরাদ্ধকৃত হাসিটুকু
কেটে নিলাম এই,
তোমার নামে গোমড়ামুখ আর ভ্রু-কুঞ্চনে
দিলাম টিপ সই!
জন্মান্তর
আমার ইচ্ছে হয় পরের জন্মে
একটি পুরুষ হয়ে জন্মাই,
কত সহজে তুমি
আরেকটি পুরুষকে বুকে টেনে নাও!
পাপী
খুব বেশি কষ্ট হলে, সব দোষ আমাকে দিও।
দুই হাত তুলে মোনাজাত ধরে আল্লাহর কাছে বিচার চেও।
হাশরের মাঠে ইয়া নাফসি, ইয়া নাফসি কান্নায়রত
পাপীদের সঙ্গে আমার নামটিও যুক্ত করে দিও।
আর ভুলে যাওয়া অসম্ভব ঠেকলে;
নতুন করে কাউকে ভালোবেসে নিও।