অগ্নিত্বের মহত্ব,
সর্বস্ব সহে তব হৃদয় শান্ত।
পীড়া ভীতি ভয় সর্বত্র বিরাজমান,
লোভ নিয়ে বেঁচে থাকে তারাও মহীয়ান।
হেতা সর্বত্র নাট্য মঞ্চের অবস্থান,
নিজ নিজ অবস্থানে সবাই নাট্যকার,
আমিও নাটক করি,তুমিও করো,
কর্ম মোদের দাড় করায় অন্যত্র অবস্থান।
সেথা বিরাজমান বিশ্বাসের ঘাটতি,
সেথা আছে তমগুনের প্রাপ্তি।
কে কার বিশ্বাস পাবে?
কে হবে মহান!
উপলব্ধির বেড়াজালে সবাই বন্দি,
তবু থেকে যাবে বিশ্বাসের ঘাটতি,
ঘাটতিতে ঘাটতিতে একদিন পূর্ন হবে,
তবে সেদিন থাকবে না কোনো প্রাপ্তি।
ওই দিনে হাহাকার হবে,
তান্ডব হবে,
খুঁজবে হৃদয় শান্তি,
কিন্তু শান্তি কি এতই সহজ !
জীবনটাই তো অপ্রাপ্তি।