আলো
অর্জুনের তীরের ফলায়
এখনো রক্তের ছোপ ছোপ দাগ
পিঠে গাণ্ডীব থেকেvm 1986 trøje sevilenotocekici.com mads nørgaard taske panske tricka vm 1986 trøje tomnanclachwindfarm.co.uk dymytr povlečení dymytr povlečení red-gricciplac.org skrue kasse dymytr povlečení skrue kasse tomnanclachwindfarm.co.uk stenyobyvaci.cz panske tricka
চুইয়ে নামছে তাজা তাজা রক্ত
নিশ্চুপ রথের ঘোড়ারা ভয়ে হিম
নির্বাক হাওয়া অনিবার্য মৃত্যুর আগে
মনে মনে প্রার্থনা করছে মেঘের।
বৃষ্টি আসুক আনুক প্লাবন
ধুয়ে দিক সব হিংসা
কালো কৃষ্ণের কুহক অহংকার ভাসিয়ে
শ্রীরাধা জ্বেলে দিক
শ্বাশত প্রেমের আলো…
নড়ে উঠছে অন্ধকার
মেঘের জাজিমে দাঁড়িয়ে চাঁদ
জ্যোৎস্না ঘুঙুর পায়ে
আমের জামের পাতায়
নেচে উঠতে চাওয়া রাত্রি
নির্বাক চেয়ে
শ্রাবণের নদী বুক ছমছম
ছুটে আসছে হাওয়া
নড়ে উঠছে অন্ধকার সেলফি তুলবে…
জুঁই
জুঁইফুলের রুমাল নেড়ে
পাঁড়িয়ে তুমি বহুক্ষণ দে’জ পাবলিশিং
এর গেটে তখন বৃষ্টির কী প্রবল প্রলোভন
দুপুর বিনাশিনী বানভাসি জলে
আকাশ ভেঙ্গে পড়ে
তোমার এলোখোঁপা থেকে
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি ঝরে
মনে করো সেই বৃষ্টি ভিজে
কটা জুঁই পড়ে পথে অনাদরে
এমনই কটা ফুল এনে আজ
কুড়িয়ে রেখেছি ঘরে
মনে করো, সেই বৃষ্টিমাখা জুঁই
আমাদের জড়িয়ে আছে পরস্পরে…
বসন্ত রাগ
তুমি আবির হাতে দাঁড়ালে
আশ্চর্য রং লাগে দরোজাটির গায়ে
ছাতিমতলা গান গেয়ে গেয়ে
কালোবাড়ির সামনে ঘোরে
ইউক্যালিপটাসের পাতায়
ক্ষ্যাপা বাউলের তান
ফাগুনের নামে ট্যুইট করলে ভুবনডাঙা
রঙে মাখামটি শান্তিনিকেতন
তুমি পলাশের মালাটি পরে দাঁড়ালে
সান্ধালিপি লিখে আকাশ
হেঁটে যায় শ্যামলীর দিকে
কোপাইয়ের জলে বাহে বসন্ত রাগ…
তুমি
একা একা ব্যালকনিতে দাঁড়াও তুমি
পাখির মত বৃষ্টি আসে ডানা মেলে।
তোমার এলো চুল, রঙিন ফ্রকে
দুপুর ঝুঁকে আসে মেঘ-ছায়া ফেলে।
চিলেকোঠা ছাদে বিকেল নামে
দুটি-একটি পাখি ডাকে উদাসীন,
অকারণে তখন আমাকে তুমি ভাব
গাছে গাছে পাতা ওড়ে গোধূলি হয় লীন।
সামনে ঝুঁকে এলে অন্ধকার
আলোকিত শোভায় তোমার চোখ জ্বলে ওঠে,
হাজার হাজার আলোকবর্ষ পুড়িয়ে
কি আশ্চর্য হাসি ঝরে তোমার ঠোঁটে।