মানুষকবিতা
সৃষ্টির আদিতে এক শব্দ ছিল জেনো,deuce vaughn jersey custom football jerseys fsu jersey penn state jersey fsu jersey custom ohio state jersey ohio state jersey custom made football jerseys Iowa State Football Uniforms johnny manziel jersey colleges in new jersey asu football jersey kansas state football uniforms fsu jersey ohio state jersey
ছন্দিত শব্দই বিধাতার সে-বিমূর্ত কায়া;
মানুষেরা কবি নন, কবিতার একধারা শুধু
বিধাতাই অদ্বিতীয় কবি প্রকৃতি-পৃষ্ঠায়
নিঃশ্বাসের মাত্রা তাই জীবনের কাব্য…red-gricciplac.org mads nørgaard taske teplakova suprava panska stenyobyvaci.cz saralilphoto.com mads nørgaard taske tutobon.com tutobon.com panske tricka dymytr povlečení teplakova suprava panska dymytr povlečení saralilphoto.com panske tricka stenyobyvaci.cz
জলের তরঙ্গে লেখা মানুষকবিতা
পিতার কলমে যা-ই প্রাণপূর্ণ পদ্য;
কবিতাকীর্তন মানে বিধাcustom ohio state jersey fsu jersey brock bowers jersey deuce vaughn jersey johnny manziel jersey aiyuk jersey OSU Jerseys Ohio State Team Jersey college football jerseys kansas state football uniforms College Football Jerseys rowan university new jersey OSU Jerseys penn state jersey johnny manziel jersey তার গীত
ছন্দহীন জীবন তো মাত্রাহীন কাব্য;
স্রষ্টার গ্রন্থ যে তাই ছন্দিত প্রকাশ
মানুষের থেকে বড়ো ধর্মকাব্যে ধিক্!
নিশ্ছিদ্র নদীমাতৃকতা
স্রোতমনষ্কতা মানে নদীনাড়িসাড়া
জেলের মতন আর কে জানে বুনন!
মা-ও এক নদীমতো স্রোতস্বিনী নারী
নারী আর নদী দেয় চলনের স্রোত
নদীবক্ষে ভেসে থাকে মাঝির নৌকা-রা
নদীতে ভাসতে লাগে নিশ্ছিদ্র তরণী
নৌকা-রা এসব জানে বিধির বিধানে:
‘ছিদ্রপথে জলোত্থান ডুবন্ত চলন
নদীতে মা-বোধ এক নিশ্ছিদ্র আদর্শ
নারীতে মা-বোধ তাই জাতির তরণী।’
চোখ
আত্ম-অবিশ্বাস মানে- ঘুমচোখা বাস্তবতা
আলোক-বিমুখ সুখ ঘুমে বশীভূত
ঘুম মানে- দৃষ্টিহীন জীবনের শব
তুমি আমি প্রেমহীন- কানাচোখা মনে
নির্মল দৃষ্টিকে জেনো চাক্ষুষ ঈশ্বর
অপরাধ থেকে চোখ অবশ্য সরাও,
অপরাধী থাক্ চোখে যাজনিক স্নেহে।
দেশসুখ-দশসুখ-নিজসুখধারা,
চোখে থাক নিরন্তর; না’য় সুখহারা।
চোখের লালন চাই বিবেকের হাতে,
তুমি-আমি মহাপাপী দৃষ্টিপিচুটিতে।
বট থেকে বনসাই
প্রকৃতিবিরুদ্ধ কত কদর্যপিপাসু… হীন লোক
প্রকৃতির সঙ্গে ন্যায়হীন সুখে মশগুল!
ওরা জ্ঞানহীন পুরুষবাঘের মতো সন্তানকে
মেরে খায় জিভ-লালসায়!
মা-ভাব বিহীন ওই নারীর স্বৈরিতা:
পাপপুরুষের মতো পুত্রভুক পাপাচার
কোনো জাতি যদি ডুবে যায়-
দেখো, মাতৃদ্রোহী ছিল বহুকাল তারা;
মাটিতে গভীর শ্রদ্ধা নেই যার কোনোদিন
তারা তো শেকড়কাটা সেই বনসাই’র মতো।
নারীতে মা-বোধ নেই যার কোনোদিন –
বটের মতন হবে না সে, আহা বনসাই-মোহ তার!
বঙ্গজাতি সেইদিন জাগবে আবার;
বঙ্গবাসী যেইদিন সত্যি মাতৃশ্রদ্ধাশীল হবে,
হবে জেনো হাসিমুখ বঙ্গমাটিমা’র।