মুমূর্ষু প্রত্যাশা
বোধ-চেতনা-অনুভূতি
নরম-ভোঁতা।
এখন স্বপ্ন দেখি, দুমুঠো ভাতের
এখন স্বপ্ন দেখি, একটু আশ্রয়ের
এখন স্বপ্ন দেখি, কয়েকটি প্যারাসিটামল।
আকাশ-বাতাস-জোৎস্না-নদী…
এসব এখন চোখের ধূসরতা।
রণতরী
বাতাসে বুড়ো কাকও ধীরে ধীরে যায়
কিন্তু বসন্তকাল তাকেও সাহসী করে তোলে।
এক ষোড়শী দাঁড়িয়েই গেলো আমার সামনে
একটি গুঞ্জন, একটি ঝাঁক থেকে
তবে, মেয়েটি জিতেছে সাধারণ হওয়ার অধিকার।
আচ্ছা বলো, রহস্য ছাড়ো
সামনে কি তুমি? আমি জানি, তুমি আমার রণতরী।
লাল ব্লাউজ
এক তরুণী পরেছিল সবুজ শাড়ি, লাল ব্লাউজ
ঘুরছিল মুক্ত বাতাসে
শবের মধ্য দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল
অস্থিরতা থেকে, খাঁচা থেকে মুক্তির খোঁজে
কিছু শব পিছে নেয়
দৌড় দেয় তরুণীর পিছে পিছে।
অন্ধকারে কী যে ঘটলো, পথচারী দেখতে পায়নি
পথগুলোও বিষম শত্রু হয়ে গেলো হঠাৎ
মেয়েটিকে আর খুঁজে পাওয়া যায়নি!
গোলাপ হয়ে উঠতে চেয়েছিল মেয়েটি
হতে পারেনি;
প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যায় পথেই।