নন্দীগ্রাম কেমন আছ
নন্দীগ্রাম কেমন আছ,
রক্তে কি টান ধরে সেই আগের মতো!
নন্দীগ্রাম চিনে রেখো ঘাতক যত
ফুলের মালায় অশ্রু যখন হলদি নদী,
বুঝবে ঘাতক তারই মধ্যে ফন্দি-ফিকির।
নন্দীগ্রাম শহিদ ছাড়া নিখোঁজ কতো?
অঙ্ক কষি আর দিন বদলের নামতা পড়ি
হারিয়ে যাওয়া ছেলের খোঁজে কুন্তিদেবী,
ছানিপরা দুচোখে তার নোনতা পানি,
নন্দীগ্রাম তোমার কথা কে আর ভাবে ?
ভাবনা যাদের তারা এখন গদ্য পড়ে ,
জানিনাকো দর্শনটা কেমন রবে
হলদি নদী হয়তো বা তা গিলে খাবে,
কে কী পেলো কে কী পাবে, তা জানি না,
বুঝি শুধু নন্দীগ্রাম সবার ঘরে
রক্ত মাংস আবেগ বুঝে ঝুলে পরে,
পায়ের মাটি পায়ে চেপে
চাওয়ালা ওই নর্মদা শিট
আজো আছেন,
তাদের মধ্যে নন্দীগ্রাম আজো বাঁচে,
হাজার সেলাম নর্মদা শিট তোমায় আমি আজও খুঁজি
নন্দীগ্রাম বলতে শুধুই মানুষ বুঝি।
১ Comment
দারুন