একটি দ্বান্দ্বিক অবস্তুবাদী রাত
ঘুমগুলো মৌমাছির মতো জেঁকে
মধু সিঞ্চনে ঢুলছে আনত চোখ
এক জোনাকির ইচ্ছে আলো ছুড়ে
দিতে চায়
চাকের রন্ধ্রে বন্ধনে।
খুলে ঝরে যাক শিশিরের কণাগুলো
উড়ে যাক সব ভিন্ন কোনো দেশে
এবেলা আমি চোখ খুলে বসে থাকি
চিত্রাঙ্গদার ইচ্ছে হয়ে জাগি
ভোর করে দিতে শবে বরাতের রাত।
২ Comments
মতিহার সত্যিই মূল্যবান মতিহার। এগিয়ে চলুক সাহসী মননশীল লেখায়।
‘একটি দ্বান্দ্বিক অবস্তুবাদী রাত ’ ছোটো আকৃতির একটি সুন্দর কবিতা। তবে দুটি বানান ঠিক করে নেওয়া প্রয়োজন: “ জেকে “”( শুদ্ধ: জেঁকে) এবং ‘কনাগুলো ( শুদ্ধ: কণাগুলো)।